Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) -৭৬.৮% (২০২২) । স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.


শিরোনাম
'স্যাম্পল ভাইটাল রেজিষ্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্ল্যাটফর্ম' শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার তথ্যসংগ্রহ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে 'স্থানীয় নারী রেজিস্ট্রার ' নিয়োগ বিজ্ঞপ্তি।
বিস্তারিত

যশোর জেলার সকল উপজেলার নির্দিস্ট পিএসইউ ভিত্তিক স্থানীয় নারী রেজিস্ট্রার নিয়োগের জন্য  গত ২৯ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত  “অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি” অনুযায়ী অনলাইল আবেদন লিংক: http://application.svrs.online উন্মুক্ত করা হলো। অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১৪ মে ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। আবেদনের হার্ডকপি ১৫ মে ২০২৪ তারিখের মধ্যে জেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর এ জমা দিতে হবে।

প্রকাশের তারিখ
13/05/2024
আর্কাইভ তারিখ
31/08/2025