বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০) ৯৭.৫ ; স্থুল জন্মহার ১৯.৩; স্থুল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২)। সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) -৭৬.৮% (২০২২) । স্থুল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)। জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P) । জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P) । মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩.
যশোর জেলার কতিপয় জনতাত্ত্বিক পরিসংখ্যানঃ জেলার মোট জনসংখ্যা (জুন ২০২২ পর্যন্ত): ৩০,৭৬,১৪৪; পুরুষ জনসংখ্যা: ১৫,২৪,৩৪৯; মহিলা জনসংখ্যা: ১৫,৯১,৬৬৭; হিজড়া: ১২৮ । উপজেলার জনসংখ্যা: অভয়নগর- ২,৯০,১৩৬, বাঘারপাড়া- ২,৩৮,০৯২, চৌগাছা- ২,৪৯,২৭১, ঝিকরগাছা-৩,৩১,১২৩, কেশবপুর-২,৮০,৯২৪, মনিরামপুর-৪,৫৪,৫১৬, শার্শা-৩,৮৭,৬৩১, যশোর সদর-৮,৪৪,৩২৩। সাধারণ খানার গড় আকার: ৩.৭৯ । ধর্ম অনুসারে জনসংখ্যা: মুসলিম- ২৭,৫৬,৭২৯, হিন্দু- ৩,১৩,৫৯২, খ্রিস্টান- ৫,৩৪৪, বৌদ্ধ- ১৭৭, অন্যান্য-৩০২ । জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার: ০.৯৫ । জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার): ১,১৮০ । লিঙ্গ অনুপাত (পুরুষ:মহিলা): ৯৮.২৪ : ১০০ । শিশু-মহিলা অনুপাত: ২৯৩.৬৭ । নির্ভরতা অনুপাত: ৪৬.৫০ । স্বাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব বয়সী): ৭৭.০৭ (পুরুষ-৭৯.৬৭, মহিলা- ৭৪.৫৪) (গ্রামীণ- ৭৫.৩১, শহুরে- ৮২.৮৩) । ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের হার: ৩৩.৮২% (জাতীয় হার- ৩৬.৯২%) । খাতভিত্তিক কাজে নিয়োজিত জনগোষ্ঠী: কৃষি- ৪৮.১৩%, সেবা- ৪২.০৩%, শিল্প- ৯.৮৪% । (তথ্যসূত্রঃ জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর যশোর জেলা রিপোর্ট)।
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
কিভাবে যাবেন
পোলিং
মতামত দিন